Monday, 21 September 2015

Official Blog of Ramlalpur Ghanaban High School

বর্তমানে আমরা ডিজিটাল ইন্ডিয়ার নাগরিক। ইন্টারনেটের দৌলতে পৃথীবিটা ছোটো হতে হতে এখন গ্লোবাল ভিলেজে পরিনত হয়েছে। প্রতিটি মানুষ তথা প্রতিষ্ঠান এখন সোশাল নেটওয়ার্কিং সাইট কিম্বা ওয়েব-পেজের মাধ্যমে ওয়েব-দুনিয়ায় তাদের উপস্থিতির স্বাক্ষর রাখছে। এবার আমরাও হাত বাড়ালাম। এখন থেকে এই ব্লগের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের নানাকথা তুলে ধরব। আক্ষরিক অর্থে আজ থেকে শুরু হল আমাদের 'ডিজিটাল পথচলা'। সঙ্গে থাকবেন।