বর্তমানে আমরা ডিজিটাল ইন্ডিয়ার নাগরিক। ইন্টারনেটের দৌলতে পৃথীবিটা ছোটো হতে হতে এখন গ্লোবাল ভিলেজে পরিনত হয়েছে। প্রতিটি মানুষ তথা প্রতিষ্ঠান এখন সোশাল নেটওয়ার্কিং সাইট কিম্বা ওয়েব-পেজের মাধ্যমে ওয়েব-দুনিয়ায় তাদের উপস্থিতির স্বাক্ষর রাখছে। এবার আমরাও হাত বাড়ালাম। এখন থেকে এই ব্লগের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের নানাকথা তুলে ধরব। আক্ষরিক অর্থে আজ থেকে শুরু হল আমাদের 'ডিজিটাল পথচলা'। সঙ্গে থাকবেন।